বিনোদন

‘ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু বলে মনে করেন না’, ইন্ডাস্ট্রির আসল সত্যি তুলে ধরলেন অভিনেতা জিৎ

বিজ্ঞাপন

অভিনেতা জিৎ (Jeet) তাকে এখন সেভাবে ছবি করতে দেখা যায় না। তবে মাঝেমধ্যেই অন্য ধারার ছবি নিয়ে আসেন তিনি। আসছে বাংলার প্রথম সায়েন্স ফিকশন ছবি বুমেরাং।‌ বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে এর আগে সায়েন্স ফিকশন নিয়ে কোন ছবি সেরম ভাবে হয়নি। জিতের প্রযোজনায় তৈরি হচ্ছে বুমেরাং ছবিটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জিৎ (Jeet)রুক্মিনী মৈত্রকে (Rukmini Maitra)। এটি যে শুধুমাত্র সায়েন্স ফিকশন ছবি তা নয়, এই ছবিতে কমেডির অংশও রয়েছে। এই ছবিতে প্রথমবার একসাথে কাজ করতে দেখা যাবে জিৎ (Jeet)রুক্মিনীকে (Rukmini Maitra)। এর আগে জিতের প্রযোজনা সংস্থার হাত ধরে সুইজারল্যান্ড ছবিতে আবিরের সঙ্গে রুক্মিনীকে (Rukmini Maitra) কাজ করতে দেখা গেছিল। তবে স্ক্রিনে জিতের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। এই প্রথমবার জুটি বেধেছেন তারা। ‌

বিজ্ঞাপন

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বুমেরাং ছবি ট্রেলার। এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি থেকে বন্ধুত্ব নিয়ে কথা বললেন জিৎ (Jeet)। সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। এদিন সাক্ষাৎকারে জিৎ বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কেউই কাউকে বন্ধু বলে মনে করেন না। যদিও বা মনে করে মন থেকে সেটা তাঁরা কতটা মানে এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আমার আর রুক্মিনীর (Rukmini Maitra) বন্ধুত্বটা সত্যিই। আশা করব আগামীতেও আমাদের এই বন্ধুত্ব একই রকম থাকবে। ভাঙবে না।’

বিজ্ঞাপন

ট্রেলার লঞ্চের দিনই জেতার প্রশংসায় পঞ্চমুখ ছিল রুক্মিনী। এই কোভিড শুটিং চলাকালীন নাকি জিৎ রুক্মিনীর বেশ খেয়াল রেখেছেন। অভিনেত্রীকে ঠিকমতো খাওয়া-দাওয়া করতে বলেছেন জিৎ। শট দেওয়ার আগে তারা চুটিয়ে গল্প করতেন বলেও জানা গিয়েছে। অভিনেত্রীর মতে জিতের আচরণ বন্ধুসুলভ। রুক্মিনী (Rukmini Maitra) জিতের (Jeet) প্রসঙ্গে বলেছেন, ‘সুপারস্টার পাওয়া মুশকিল’।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একরে রোবটের গল্প নিয়ে বুমেরাং ছবি। এই সিনেমায় থাকবে সুপার বাইকের কথা। এই ছবিতে দ্বৈত্য চরিত্রে অভিনয় করছেন রুক্মিনী। রুক্মিনীকে (Rukmini Maitra) দেখা যাবে জিতের (Jeet) স্ত্রীয়ের চরিত্রে মানুষ হিসেবে।‌ অপরটি রোবটের চরিত্রে। ‌ এই দুই চরিত্রের নাম সিনেমাতে নিশা ও ইশা। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জিৎ (Jeet)রুক্মিনীকে (Rukmini Maitra)। তাছাড়াও এই ছবিতে দেখা যাবে, সৌরভ দাস, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়‌ ছাড়াও অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রীদের। ‌

বিজ্ঞাপন

আগামী ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। ‌জানা গিয়েছে এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সৌভিক কুন্ডু। এই ছবির মুক্তি দিনই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৫০ তম ছবি অযোগ্য। তুই ছবির মধ্যে জোর লড়াই চলবে তা বলাই বাহুল্য। বক্স অফিসে কে বেশি ইনকাম করতে পারে এখন সেটাই দেখার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

(সবার আগে সব খবর, সঠিক খবর জানতে ফলো করুন আমাদের Google News, Whatsapp, Facebook, X Handle (Twitter), Youtube, Threads এবং Instagram পেজ)

Back to top button