লাইফ স্টাইল

ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন করে আক্রান্ত বহু, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা?

বিজ্ঞাপন

বিশ্ব জুড়ে যেন ধীরে ধীরে হ্রাস পাচ্ছিল করোনা সংক্রমণ। কিন্তু হঠাৎই যেন ফের লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়েছে প্রায় ৮ শতাংশ। করোনা নিয়ে চারিদিকে আর কী কী ঘটছে, আসুন জেনে নিই।

বিজ্ঞাপন
  • চীনে মারাত্মকভাবে করোনা সংক্রমণ শুরু হয়েছে। এর জন্য ওমিক্রনের নতুন রূপ স্টিলথ ওমিক্রনই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
  • করোনা সংক্রমণের প্রথমের দিকে চীনে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটিই ফের ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে। চীনে একদিনে ৩ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এরপর দিনই সেই সংখ্যা পৌঁছেছে ৫২০০-র উপরে।
  • এরই মধ্যে দক্ষিণ কোরিয়াতেও নতুন করে প্রায় ৬ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
  • এরই মধ্যে বাজারে আসেছে Pfizer-এর নতুন কোভিড প্রতিষেধক। এটি ওষুধ হিসাবে খাওয়া যাবে। গরিব দেশগুলিতে এই ওষুধ সরবরাহ করা যাবে বলে জানা গিয়েছে।
  • কারও কারও মতে, ইউরোপে নতুন করে করোনার ঢেউ শুরু হয়ে গিয়েছে। যদিও এখনই কোনও দেশ নতুন করে কোভিডবিধি আরোপ করছে না।
  • নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা বাড়লেও এরই মধ্যে জার্মানি প্রায় সব ধরনের করোনা বিধি তুলে দিচ্ছে বলে খবর।
  • বিশেষজ্ঞদের মতে, গোটা পৃথিবীর মানুষকে যতটা তাড়াতাড়ি সম্ভব টিকা দেওয়া যায়, ততই ভালো। টিকার দ্বারাই একমাত্র করোনা সংক্রমণের বৃদ্ধির হার কমানো যেতে পারে বলে মনে করছেন তারা।
  • রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরেও নতুন করে করোনা সংক্রমণের আশঙ্কা বেড়েছে। কারণ এই মুহূর্তে বহু মানুষ ঘরছাড়া।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও জানানো হয়েছে যে করোনার উপর যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

(সবার আগে সব খবর, সঠিক খবর জানতে ফলো করুন আমাদের Google News, Whatsapp, Facebook, X Handle (Twitter), Youtube, Threads এবং Instagram পেজ)

Back to top button