Kolkata

Train Cancelled for Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের দাপট! শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

বিজ্ঞাপন

Train Cancelled for Cyclone Remal: হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের মংলার কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের তরফে চিহ্নিত করা হয়েছে, মংলা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এর ল্যান্ডফলের সম্ভাবনা প্রবল। স্থলভাগে প্রবেশের সময় এই ঝড়ের গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা। আরো শক্তি বৃদ্ধি করছে এই ঘূর্ণিঝড় রেমাল। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। ‌রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। এই আবহাওয়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বিজ্ঞাপন

রবিবার ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ, রবিবার মধ্য রাতে তা আছড়ে পড়বে স্থলভাগে। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারে আবহাওয়া দপ্তরের তরফে লাল সর্তকতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কলকাতা সহ এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ‌ রবিবারের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারেও।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার জন্য প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আগাম সর্তকতা জারি করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব যাতে রেলের ওপর না পড়ে তার জন্য ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদহ বিভাগের রেলের ম্যানেজার ও আধিকারিকরা বৈঠকে বসেছেন। রেমালের জন্যই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। প্রেস বিজ্ঞপ্তি জারি করে শিয়ালদা বিভাগের ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া বিভাগ, মালদা এবং আসানসোল বিভাগে এখনও পর্যন্ত সোমবারে কোনও লোকাল ট্রেন বাতিল হয়নি৷ রেমালের প্রভাব দেখে পূর্ব রেল আরও বেশ কিছু ট্রেন বাতিল করতে পারে‌।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় রেমালের কারণে যে ট্রেনগুলি বাতিল থাকবে –

লক্ষ্মীকান্তপুর – নামখানা ডাউন ট্রেন: 34914, 34916, আপ ট্রেন: 34935, 34937, 34981

শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর ডাউন ট্রেন: 34712, 34714, 34716; আপ ট্রেন: 34711, 34713, 34715, 34717

বিজ্ঞাপন

শিয়ালদহ – ডায়মন্ড হারবার ডাউন ট্রেন: 34812, 34814, 34816; আপ ট্রেন: 34811, 34813, 34815

শিয়ালদহ – ক্যানিং আপ ট্রেন: 34511, 34513

সোনারপুর – ক্যানিং ডাউন ট্রেন: 34352, 34354

শিয়ালদহ – সোনারপুর ডাউন ট্রেন: 34412, 34424, 34426; আপ ট্রেন: 34411

শিয়ালদহ – বজবজ ডাউন ট্রেন: 34112, 34114; আপ ট্রেন: 34111, 34113

শিয়ালদহ – বারুইপুর ডাউন ট্রেন: 34612, 34614, আপ ট্রেন: 34611, 34613

শিয়ালদহ – হাসনাবাদ ডাউন ট্রেন: 33512, 33514, আপ ট্রেন: 33511

আরও পড়ুন: কলকাতায় শুরু ঝোড়ো হাওয়া, সঙ্গে দোসর ঝিরঝিরে বৃষ্টি, রাত সাড়ে ১১টার সময় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রেমাল’, সতর্ক থাকুন

বারাসাত – হাসনাবাদ ডাউন ট্রেন: 33312
আপ ট্রেন: 33311, 33313

সোনারপুর – বারুইপুর – ডায়মন্ড হারবার ডাউন ট্রেন: 34882, 34892, আপ ট্রেন: 34891, 34881

বারুইপুর – লক্ষ্মীকান্তপুর ডাউন ট্রেন: 34334
আপ ট্রেন: 34331

বিজ্ঞাপন

(সবার আগে সব খবর, সঠিক খবর জানতে ফলো করুন আমাদের Google News, Whatsapp, Facebook, X Handle (Twitter), Youtube, Threads এবং Instagram পেজ)

Back to top button