বিনোদন

‘মা আমায় খাওয়াচ্ছে, নজর দেবেন না, দিদিভাই কিন্তু দিদির মেয়েদের খাওয়ায় না’, নাইটি পরে প্রকাশ্যে শ্রীময়ীর নতুন ভিডিও

বিজ্ঞাপন

মায়েদের কাছে সন্তানকে মাতৃস্নেহে বড়ো করাই আসল লক্ষ্য। ছেলেমেয়ে যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে তাঁরা চিরকাল ছোটই থাকে। বড়ো হয়ে গেলেও অনেক মাকে তাদের সন্তানদের নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিতে দেখা যায়। অনেকেই বলেন এসব আদিখেত্যা। তবে নিজের হাতে ভাত মেখে সন্তানকে খাইয়ে দেওয়ার মাঝে রয়েছে স্নেহ। মায়ের সাথে এমন একটি ভিডিও পোস্ট করলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)

বিজ্ঞাপন

কাঞ্চন পত্নী, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) তার মায়ের হাতে খাওয়ার এমনই একটা ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর শুরুতে শ্রীময়ী তার মাকে প্রশ্ন করেন, ‘কী করছো?’ উত্তরে ভাতের থালা হাতে তিনি বলেন, ‘এই যে খাওয়াচ্ছি। আয়… বলেই মেয়েকে ডেকে নেন।’ এরপরই শ্রীময়ী তার মায়ের হাত থেকে এক গাল ভাত মুখে নিয়ে বলেন, ‘আমাকে খাইয়ে দিচ্ছে। আমার শরীর ভালো নেই। মা এখনও ছোটবেলার মতোই টেক কেয়ার মতো। শুধু এখন নয়, আমার দিদির মেয়েদের বক্তব্য, দুপুরবেলা ঘুম থেকে তুলে মা আমাকে খাওয়ায়। কিন্তু দিদিভাই কেন দিদির মেয়েদের খাওয়ায় না?’

বিজ্ঞাপন

এরপরই শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) বোনঝি বলেন, ‘আমার মা কোনওদিনই আমাদের খাওয়ায় না। কিন্তু দিদি মিমিকে এখনও খাইয়ে দেয়, ওষুধ খাইয়ে দেয়। আমার মা সোশ্যাল মিডিয়াতেই ডুবে থাকে।’ সেই ভিডিওতেই ফোন ঘাঁটতে ব্যস্ত অবস্থায় দেখা যায় শ্রীময়ীর দিদিকে। এরপর অভিনেত্রী তার মায়ের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখান, তবে আর কিছু বলতে নারাজ শ্রীময়ীর মা। এরপর শ্রীময়ী বলেন, ‘মা এখনও আমায় খাওয়াচ্ছে, নজর দেবেন না।’

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
View this post on Instagram

 

A post shared by Sreemoyee Chattoraj Mullick (@sreemoyeechattoraj)

বিজ্ঞাপন

তবে এটাই প্রথম নয়, এর আগেও মায়ের সঙ্গে একাধিক ভিডিও পোস্ট করেছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। এমনকি কাঞ্চনের সঙ্গে রেজিস্ট্রি সারার পর মায়ের দুঃখ কমাতে মাকে নিয়ে সিসিডিতে ডেটে গেছিলেন শ্রীময়ী। তার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানে মায়ের সঙ্গে কোল্ড কফি খেতে খেতে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল ‘মা কান্নাকটি করছে। বলছে বিয়ের আগেই তুই বদলে গেলি। তাই মাকে নিয়ে সিসিডি-তে এসেছি। বরের সঙ্গে তো আর প্রেম করা হল না। মায়ের সঙ্গেই এলাম।’

উল্লেখ্য, শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। প্রায়শই তিনি নানান ভিডিও সোশ্যালে পোস্ট করেন। কখনও স্বামী কাঞ্চনের সাথে আবার কখনও মায়ের সাথে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। মা-স্বামীকে নিয়েই শ্রীময়ীর জগৎ। শ্রীময়ীর এই ভিডিও দেখতে পছন্দ করেন তার অনুরাগীরাও।

বিজ্ঞাপন

(সবার আগে সব খবর, সঠিক খবর জানতে ফলো করুন আমাদের Google News, Whatsapp, Facebook, X Handle (Twitter), Youtube, Threads এবং Instagram পেজ)

Back to top button