West Bengal

প্রার্থী পদ দেয়নি দল! অভিমানে শিলিগুড়ি থেকে নির্দল হিসেবে লড়াই করবেন তৃণমূল নেতা নান্টু পাল

বিজ্ঞাপন

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী পদ পাননি অনেকেই। এর জন্য বিক্ষোভ‌ও দেখা গেছে। ক্ষোভে দল ছেড়েছেন বহু। আর এবার প্রার্থী হতে না পেরে, এবার নির্দল হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতা নান্টু পাল। ভোটে শিলিগুড়ি থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নির্দল হিসেবে দাঁড়ালে দলবিরোধী কাজ হবে, প্রতিক্রিয়া দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের।

বিজ্ঞাপন

আরও পড়ুন –Exclusive: দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

বিজ্ঞাপন

কি বলছেন নান্টু পাল?

বিজ্ঞাপন

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটির চেয়ারম্যান নান্টু পাল জানান, ‘‘মানুষ চাইছে আমি প্রার্থী হই, তাই নির্দল হিসেবেই শিলিগুড়ি থেকে দাঁড়াচ্ছি।” প্রার্থী তালিকা প্রকাশের দিন‌ই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ পেয়েছিল। সেদিন শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ওমপ্রকাশ মিশ্রের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

এরপরই দলীয় নেতৃত্ব ও ওমপ্রকাশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন নান্টু। তিনি এর আগে জানান, ‘‘ওমপ্রকাশই দিদিকে দিনের পর দিন সমালোচনা করেছেন, তাঁর নাম নিয়ে জেলা নেতৃত্বে কোনও আলোচনাও হয়নি, দল যে ওঁকে প্রার্থী করতে পারে এরকম আভাসও পাইনি, এই প্রার্থীকে নিয়ে কাজ করা অসম্ভব, আমি নির্বাচনে দলের হয়ে কাজ করব না ৷’’

বিজ্ঞাপন

ক্ষোভের আঁচ পেয়েই শিলিগুড়ির দাপুটে নেতা হিসেবে পরিচিত নান্টু পালের মানভঞ্জনে উদ্যোগী হয় তৃণমূল নেতৃত্ব। রবিবার তাঁকে নিয়ে বৈঠক করেন অরূপ বিশ্বাস ও তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার। কিন্তু দীর্ঘ আলোচনার পরেও, চিঁড়ে ভিজল না। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটির চেয়ারম্যান নান্টু পাল জানান, ‘‘বাইচুংকে প্রার্থী করেও হেরেছিল, পরাজয়ের দায় আমাকেই নিতে হয়, এবার আর দায় নিতে রাজি নই, মানুষ চাইছে আমি প্রার্থী হই, তাই নির্দল হিসেবেই শিলিগুড়ি থেকে দাঁড়াচ্ছি ৷’’

দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, ‘‘এখনও পর্যন্ত নান্টু পাল তাঁর সিদ্ধান্ত দলে জানাননি, তাই মন্তব্যের জায়গায় নেই, তবে নির্দল হিসেবে দাঁড়ালে দলবিরোধী কাজই হবে ৷’’

বিজ্ঞাপন

(সবার আগে সব খবর, সঠিক খবর জানতে ফলো করুন আমাদের Google News, Whatsapp, Facebook, X Handle (Twitter), Youtube, Threads এবং Instagram পেজ)

Back to top button